খুলনা অঞ্চলে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ান ব্যাংকের ত্রাণ বিতরণ
করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় করোনার প্রাদুর্ভাবে খুলনা অঞ্চলে ক্ষতিগ্রস্ত অসহায় ২ হাজার ১৫৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। সম্প্রতি এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
খুলনা জোন প্রধান আবু সাঈদ মো. আব্দুল মান্নাফের সার্বিক তত্ত্বাবধানে যশোরে ৩৭০, খুলনায় ৩০৮, কুষ্টিয়ায় ৩০৮, সাতক্ষীরায় ৩০৮, পোড়াদহে ৩০৮, চৌগাছায় ৩০৮ এবং বেনাপোলে ২৪৬ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে চৌগাছা শাখার ম্যানেজার মো. আশিক ইকবালসহ সংশ্লিষ্ট শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রতি পরিবারকে ১৫ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি আটা, এক লিটার সয়াবিন তেল, এক কেজি করে ডাল, লবণ ও পেঁয়াজ, একশ গ্রাম মরিচ গুঁড়ো এবং সাবানের একটি প্যাকেট দেয়া হয়।