শিরোনাম

South east bank ad

সুবিধাবঞ্চিত শিশুদের আবদার পূর্রণ করলেন ছাত্রলীগের শাওন

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রনি ইমরান (পাবনা):

আগামীকাল আনন্দের ঈদ। অনেক শিশুদের ঈদের নতুন একটা জামা নেই।তাদের পরিবারের সামর্থ্য নেই সন্তানকে ঈদে নতুন জামা কিনে দিবে। কিন্ত শিশুদের মন তা বোঝেনা। অনেক শিশুর ইচ্ছা ভালো রেস্টুরেন্টে খাবার খাবে। পাবনায় এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মুখ হাসি ফোটালেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাওন রেজা খান। আজ মঙ্গলবার দুপুরে কয়েক জন সুবিধাবঞ্চিত শিশুদের আবদার পূরণ করতে শিশুদের পাবনা শহরের অভিজাত বিপণি বিতানে নিয়ে যান শাওন রেজা খান।সেখানে তাদের পছন্দ করা ঈদের নতুন জামা কাপড় কিনে দেন শাওন এবং এ সকল শিশুদের ইচ্ছামত উন্নত খাবার খাওয়ান ক্যাফে পাবনা রেস্টুরেন্টে। সেখানে আনন্দে মেতে ওঠে শিশুরা। করোনাকালীন সময়ে শাওন রেজা একজন সেচ্ছাসেবকেরও দায়িত্ব পালন করছেন নিরলস।প্রতিনিয়ত করোনায় আক্রান্ত রোগীদের পাশে থাকছেন শাওন রেজা। মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছেন পাবনার এই প্রতিভাবান ছাত্রলীগ নেতা। বিপদে মানুষের পাশে থাকার গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি এড়িয়ে যায়নি। মানবিক হয়ে মানুষের পাশে দাড়িয়েছেন। শাওন রেজা জানায় ছাত্রলীগ মানুষের পাশে থেকে আস্থা আর্জন করবে।স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মানুষের বিপদে বাংলাদেশ ছাত্রলীগের অবদান রয়েছে। ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দেশ ও জাতির প্রয়োজনে সবসময় পাশে থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: