পটুয়াখালীতে মানবতার বন্ধু’র উদ্যোগে মাস্ক বিতরন
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন “মানবতার বন্ধু’র” উদ্যোগে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সৌজন্যে পটুয়াখালী শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়। শনিবার (১৭ তারিখ) শহরের হেতালিয়া বাঁধঘাট গরুর হাট, লঞ্চঘাট, চৌরাস্তায় এই কার্যক্রম পরিচালিত হয় এবং প্রায় সহস্রাধিক মাস্ক বিতরন করা হয়। এতে অত্র সংগঠনটির সভাপতি রুবাইয়াত হক মেহেদী উপস্থিত ছিলেন। তিনি জানান, তাদের এ কার্যক্রম চলমান থাকবে।