শিরোনাম

South east bank ad

রাজবাড়ীতে ১০দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষণ চলছে

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রকিউল ইসলাম (রাজবাড়ী):

জাতীয় ক্রিড়া পরিষদের সহযোগিতায় রাজবাড়ী সুইমিং পুলে ১৪ থেকে ১৮ বছরে কিশোর কিশোরিও কোমলমতি শিশু কিশোর ১০ দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষন দেয়া হচ্ছে।

১৯জুন শনিবার বিকেল এ সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। ১০দিন ব্যাপি কিশোর কিশোরীদে সাঁতারের প্রশিক্ষণ দিচ্ছেন, জাতীয় সাঁতার প্রশিক্ষক মোঃ গোলাম সোরয়ার স্থানীয় সাতাঁর প্রশিক্ষক রোমানা আক্তার ও রফিকুল ইসলাম।

সাবেক সাঁতারু ও বর্তমান প্রশিক্ষক জানান, এক সময় সাঁতারে দেশ-বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছেন রাজবাড়ীর সাঁতারুরা। কিন্তু সুইমিং পুলটি অচল থাকায় প্রতিভার বিকাশ ঘটাতে পারছেনা তারা। দীর্ঘদিন পরে আবার সাতাঁর প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০দিন ব্যাপি এ প্রশিক্ষণে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছি সে জন্য খুবই ভালো লাগছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টক করে যাচ্ছি।

২০০৩ সালে রাজবাড়ি শহরে ৩ একর জমির উপর নির্মিত হয় আন্তর্জাতিক মানের সুইমিং পুল। সেখানে প্রশিক্ষণের মাধ্যমে উঠে এসেছে বহু সাঁতারু। কিন্তু অর্থাভাবে ২০০৭ সালে বন্ধ হয়ে যায় সুইমিং পুলটি। এরপর একাধিকবার উদ্যোগ নেয়া হলেও অর্থসংকটে আর তা চালু হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: