শিরোনাম

South east bank ad

জিহাদুল ইসলাম এর কবিতা 'ক্ষুদ্র এই জীবন'

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

'ক্ষুদ্র এই জীবন'

জিহাদুল ইসলাম রাফি

ক্ষুদ্র এই জীবন আমার,ক্ষুদ্র এই আমি,
তবু কত বৃহৎ আমার মধুমেয় স্বপ্বখানি।
বহু পাওয়া না পাওয়ার বোঝাপড়া,দেয় আমায় হাতছানি।

ক্ষুদ্র এই জীবন আমার , ক্ষুদ্র এই আমি,
নানা ক্ষনে,নানা জনে ,নানা মনে,
বেজে উঠে চাওয়া পাওয়া সুর,
কলকলিয়ে ধ্বনিত হয় হৃদমাঝারে,কান্নায় ফাটে বুক।
চারদিকে হাহাকার ,
শূন্য আমার চাহনি,
তবু কতো বৃহৎ আমার সীমাহীন স্বপ্ন খানি।
শৈশব,কৈশর পেরিয়ে এখন যৌবনের হাতেখড়ি, ক্ষুদ্র পলকে হৃদয়ে আমার কবিতার মহামারি।

ক্ষুদ্র এই জীবন আমার, ক্ষুদ্র এই আমি,
বৃষ্টির জলরাশি যেন আমারই প্রতিচ্ছবি।
ঝুম ঝুম শব্দে বেজে উঠে, প্রাণের মায়া ছাড়ি ।

ক্ষুদ্র এই জীবন আমার,ক্ষুদ্র এই আমি,
ছায়াহীন বেদনার কান্নাহীন শব্দ !
কাদায় মোরে অবিরাম, অহরহ!
মায়ার বন্ধনে ফেলিয়া মোরে করিয়াছো ব্যাকুল।
নিভৃত্বে জাগে যতো অনুভুতির মধুর ।

ক্ষুদ্র এই জীবন আমার, ক্ষুদ্র এই আমি,
তবু কত বৃহৎ আমার রঙিন স্বপ্ন খানি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: