শিরোনাম

South east bank ad

মাদারীপুর পুরান বাজারে একাধিক দোকানে চুরি

 প্রকাশ: ২৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

মাদারীপুর পুরান বাজার কাজিরমোড় কাজী আবদুর রশিদ প্লাজায় ২২ তারিখ দিবাগত রাতে পাঁচটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

পাঁচটি দোকানে তালা ভেঙ্গে প্রত্যেক দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙ্গে মোট ,৫০ হাজার টাকা চূরি হয়। লামিয়া ফেব্রিক,শরিফ ফেব্রিক্স সুরভী ওড়না হাউজ ,জিকজাক মেচিং পয়েন্ট ও মদিনা ওড়না হাউজ সহ সব দোকানের ক্যাস ভাঙচুর করে।

মার্কেটের দ্বিতীয় তলা থেকে নামার মধ্য সিঁড়ি দিয়ে সিঁড়ির কলাপসিবল গেট ভেঙে মার্কেটের ভিতরে প্রবেশ করে।
সকালে দোকানদাররা মার্কেটে ঢুকলে বিভিন্ন দোকানের তালা ভাঙ্গা দেখতে পায় ।

মাদারীপুর সদর থানার ওসি তদন্ত রেজাউল হাসান সরেজমিন ঘুরে দেখে যায় এবং থানায় অভিযোগ করতে পরামর্শ দিয়ে যান ।
প্রধান সড়কে মার্কেটে এটিকে দোকানদাররা দুর্ধর্ষ চুরি বলে জানায় ।

এই মার্কেটে দ্বিতল ভবনের ব্র্যাক ব্যাংকে কিছুদিন পূর্বে কেচিঘেট ভেঙে ব্যাংকের ভিতরে প্রবেশ করে কোনো ক্ষতি করতে পারেনি বলে জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: