শিরোনাম

South east bank ad

কাশিয়ানীতে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল

 প্রকাশ: ২০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রসীদ কুমার দাস (কাশিয়ানী):

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজামকান্দি বিল থেকে সরকারিভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ও দুটি চায়না (ম্যাজিক) জাল আটকের পর নিজামকান্দি বাজারে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের নেতৃত্বে বিলে অভিযান চালিয়ে জাল গুলি আটক করে। আটককৃত জালের মূল্য বিশ হাজার টাকা।

ইউএনও জানান, অনেকবার মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর জেলেদেরকে মৎস্য অফিসে ডেকে এনে নিষিদ্ধ জাল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে। কিন্ত জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারিভাবে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে ও অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: