শিরোনাম

South east bank ad

কাঠালিয়ায় হলতা নদীতে ঘোষের হাটের ৮ ব্যবসা প্রতিষ্ঠান বিলীন

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

হঠাৎ হলতা নদী ভাঙ্গনে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঘোষের হাটের ৭-৮টি দোকানসহ কয়েকটি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অতি বর্ষন ও হলতা নদীর প্রচন্ড ¯্রােতে মঙ্গলবার ঘোষের হাটের কিছু অংশ দেবে যায়। এতে মুদি দোকান, সেলুন, হার্ডওয়ার, চায়ের দোকান ও টলসেটসহ ৮টি স্থাপনা পানির নিচে তলিয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ভাঙ্গনের মুখো-মুখি এসে দাড়িয়েছে ঘোষের হাট মাধ্যমকি বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকেই হলতা নদীর তীরে ঘোষের হাটে ভাঙন শুরু হয়। ক্রমান্বয়ে ভাঙন বাড়তেই থাকে। এতে হাটের টলসেট, চায়ের দোকান, হার্ডওয়ার বিক্রির দোকান, মুদি দোকানসহ ৮টি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। সহায়-সম্বল ও পুজি সব নিয়ে চলমান ব্যবসা প্রতিষ্ঠান নদীতে চলে যাওয়ায় নিঃশ্ব হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলতা নদীর ভাঙ্গন রোধ ও ক্ষতি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। খবর শুনে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ভাঙনকূল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তিনি জানান, ভাঙনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: