চুয়াডাঙ্গা জেলা পুলিশের অফিসার ফোর্সের মাঝে মৌসুমী ফল (আম) বিতরণ করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম মহোদয় আজ তারিখ রাত ০৮:০০ ঘটিকার সময় পুলিশ লাইন্সে অফিসার ফোর্সের আকস্মিক রোলকল গ্রহণ করেন।
এসময় রোলকলে অফিসার ফোর্সের মাঝে মৌসুমী ফল (আম) বিতরণ করেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। অফিসার ফোর্সের সুবিধা অসুবিধার বিষয়ে ব্যাপক আলোচনা করেন তিনি। বাংলাদেশ পুলিশ একটি সু-শৃংঙ্খল পুলিশ বাহিনী, সু-শৃংঙ্খল বাহিনীর সদস্য হয়ে শৃংখলা পরিপন্থি ও অনৈতিক কাজের সাথে জড়িত না হওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। সকলের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহব্বান জানান তিনি। আরআই পুলিশ লাইন্সকে অফিসার ফোর্সের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত ছুটির ব্যবস্থা করা এবং ছুটি ব্যতিত কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রদান করেন। স্বতঃস্ফূর্তভাবে পুলিশ কোঅপারেটিভ সমবয় সমিতির সদস্য হওয়ার আহব্বান জানান এবং মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীসহ সতর্কবস্থায় ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত রোলকলে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস ও পুলিশ লাইনের অফিসার ফোর্সগন।