শিরোনাম

South east bank ad

জুন থেকে আগস্ট পর্যন্ত চীনের দেড় কোটি টিকা আসবে দেশে: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন- জুন, জুলাই এবং আগস্টে প্রতি মাসে ৫০ লাখ করে চীনা টিকা আসবে।

আজ রাতে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে। এসব টিকা কারা পাবে এমন প্রশ্নে তিনি বলেন, যারা আগে রেজিস্ট্রেশন করেছে তারাই পাবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

টিকার প্রাপ্যতা নিশ্চিত হলেই আবার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, আমাদের ৫ কোটি লোককে আপাতত টিকা দেয়া প্রয়োজন। তাহলেই দেশ সুরক্ষিত হবে।

তিনি আরও বলেন, যে সমস্ত জেলায় কোভিডের সংক্রমন উধ্বমুখী সেখানে লক ডাউন দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যতো তাড়াতাড়ি সম্ভব লকডাউন দিয়ে দেয়া উচিত, যাতে ছড়িয়ে না পড়ে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: