শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় তালিকায় নাম থাকার পরও চাউল না পাওয়ার অভিযোগ

 প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিজিডি’২০২১-২০২২ইং চক্রের নতুন কার্ডে নাম থাকার পরও চাউল না পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন দুই ভোক্তভোগি। এনায়েতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোছা: নারগিস আক্তার ও মোছা: জরিনা খাতুন এ অভিযোগ করেন গত ২৫ মে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডিজিটাল পদ্ধতিতে আবেদন করেন ঐ দুই নারী। যাচাই-বাছাই শেষে প্রেরিত তালিকায় তাদের নামও উঠে। কিন্তু কার্ড বিতরণ ও চাউল প্রদানকালে কাহালগাও বাজারে উপস্থিত হলে তাদের নাম নেই বলে জানান চেয়ারম্যান কবির হোসেন তালুকদার, দুদু মেম্বার ও শাহজাহান মেম্বার। তারা ২দিন গেলেও তাদের চাউল দেওয়া হয়নি বরং ফিরিয়ে দেওয়া হয়েছে।

মোছা: নারগিস আক্তার জানান, আমি প্রথম আবেদন করি। ইতিপূর্বে আমি কোন সুবিধা ভোগ করিনি। কিন্তু আমার বাড়ীতেই আরেকজন নাম না থাকার পরও চাউল পেয়েছে। ব্যক্তি আক্রোশে আমাকে ইচ্ছা করে নাম বাদ দেওয়া হয়েছে। আমি সঠিক তদন্ত চাই।

মোছা: জরিনা খাতুনের স্বামী হাবিবুল্লাহ জানান, আমি একজন ভ্যান চালক এক শতক জমিও নাই আমার। তালিকায় নাম আছে জেনে খুব খুশি হইছিলাম। কিন্তু আমাকে চাউল থেকে বঞ্চিত করা হয়েছে। আমি এর বিচার চাই।

সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আনোয়ার খাতুন বলেন, চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার এককভাবে আমার কর্মী ও সমর্থকদের বাদ দিয়ে দুদু মেম্বার ও চেয়ারম্যান তাদের পছন্দমত লোককে বাছাই করেছে। সরকারী তালিকায় যাদের নাম আছে তাদেরকে চাউল দিবে তাতে সমস্যা কোথায়? ইতিপূর্বে আমাকে ভিজিএফ তালিকার কোটা থেকে বঞ্চিত করা হয়েছে এবং ঐ তালিকায় আমার স্বাক্ষর জাল করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদার কে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মহিলা বিষয়ক কর্মকর্তা পাসরিন পারভীন জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ ছাড়া বাদ দেওয়ার কোন সুযোগ নেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: