শিরোনাম

South east bank ad

পুকুরে মিলল শিশু এনায়েতের নিথর দেহ

 প্রকাশ: ২০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম (বাগেরহাট):

দেড় বছরের শিশু এনায়েত সকালে ঘুম থেকে উঠে কোন ফাঁকে পুকুরে গিয়ে পড়ে তা পরিবারের কেউ খেয়াল করেনি। বিছানায় না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথাও না পেয়ে একপর্যায়ে বাড়ির পুকুরে তল্লাশি করে উদ্ধার করা হয় তার নিথরদেহ। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

মর্মান্তি এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে সাতটার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলা ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে। শিশু এনায়েত ওই গ্রামের জাকারিয়া সরদারের ছেলে।

জাকারিয়া সরদার বলেন, ছেলেটির আগে থেকেই পুকুরের দিকে টান ছিল। বার বার সে পুকুরের কাছে যেতো। সকালে ঘুম থেকে উঠে কখন যে পুকুরে পড়েছে তা আমরা কেউ দেখতে পাইনি। আমার দুই ছেলের মধ্যে এনায়েত ছোট।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাসপাতাল সূত্রে পানি ডুবে এনায়েত নামে একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই মর্মান্তি। এধরণের ঘটনা যাতে আর না ঘটে সেব্যাপারে মা-বাবা ও পরিবারকে সতর্ক এবং শিশুদের প্রতি আরো যতœবান হওয়ার আহবান জানাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: