নবাবগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ত্রাণ বিতরণ
কভিড-১৯-এর বিস্তার লাভ করায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ হিসেবে সহস্রাধিক পরিবারকে দুই কেজি চাল, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক কেজি তৈল, দুই প্যাকেট সেমাই, এক পিস সাবান ও এক প্যাকেট গুঁড়ো দুধ বিতরণ করা হয়েছে।