শিরোনাম

South east bank ad

ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু

 প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যু

ত্রিশাল প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত হয়েছে। এসময় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী আহত হন।

শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), নিহতের স্ত্রী রত্না বেগম (৩০) ও ছয় বছরের মেয়ে সানজিদা।

জানা যায়, নিহত স্বামী জাহাঙ্গীর আলম স্ত্রী রত্না বেগমকে সাথে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর আল্টাসনোগ্রাফি করাতে এসেছিল। সড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান নিহত হয়।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজ এর একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০৩৫৮০) রাস্তা পারাপারের সময় তাদের চাপা দেয়। এসময় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট ফেটে বাচ্চা বের হয়। অলৌকিক ভাবে সেই বাচ্চাটি এখনো বেঁচে রয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, দূর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। গাড়ি চাপায় ভূমিষ্ট নবজাতক সুস্থ রয়েছে। চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: