প্রতিবন্ধীর কোটি টাকার জমি লিখে নেয়ার প্রতিবাদে মানববন্ধন

জাহিদুল ইসলাম খান, (ভালুকা):
ময়মনসিংহের ভালুকায় প্রতারণার মাধ্যমে ফজলুল হক নামে এক মানসিক প্রতিবন্ধীর কোটি টাকা মূল্যের এক একর জমি লিখে নেয়ার প্রতিবাদে ও প্রতারকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আজ (১১ মার্চ) শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ড ভালুকার আয়োজনে উপজেলার হবিরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, উপজেলার পাড়াগাঁও গ্রামের পল্লী চিকিৎসক মুক্তিযোদ্ধা শহিদুল্যাহর ছেলে মানসিক প্রতিবন্ধী ফজলুল হককে বিয়ের কথা বলে দলিলে স্বাক্ষর নিয়ে কোটি টাকা মূল্যের এক একর জমি রেজিস্ট্রি করে নেন স্থানীয় প্রতারক মুরাদ হোসেন বিপ্লব।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আফসার খান, হাজী লাল মাহমুদ সরকার, মানসিক প্রতিবন্ধী ফজলুল হকের মা ফুলজান বেগম, ভাই আজিজুল হক, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান, মাহমুদা আক্তার মুন্নি, নজিবুল হাসান নেভী, শারমিন খানম লামিয়া প্রমূখ।