শিরোনাম

South east bank ad

গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):

‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতির সফলতা’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল- র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পাবলিক হলে আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু প্রমুখ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: