শিরোনাম

South east bank ad

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় ১৭টি বসতঘর ভাঙচুর

 প্রকাশ: ১৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় ১৭টি বসতঘর ভাঙচুর

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

মাদারীপুরে হামলা চালিয়ে ১৭টি বসতঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাতে কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাহিরধুলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, দীর্ঘদিন ধরে বাহিরধুলগ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বাবুল মাদবরের সঙ্গে দুলাল সরদারে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে এশার নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিল দুলাল সরদারের সমর্থক জীবন সরদার ও রাজন সরদার। এ সময় তাদের গতিরোধ করে বাবুল মাদবরের লোকজন। এ সময় তাদের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বাবুল মাদবরের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুলাল সরদারের বাড়িতে ভাঙচুর চালায়। বাঁধা দিতে গেলে দুলালের প্রতিবেশি অন্তত ১৭টি বসতঘরে হামলায় চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কালকিনি উপজেলায় ডাসার থানায় একটি মামলা করেছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে ডাসার থানা পুলিশ। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন কালকিনির ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: