শিরোনাম

South east bank ad

রাজবাড়ীতে হেরোইন সহ নারী আটক

 প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রাজবাড়ীতে হেরোইন সহ নারী আটক

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোবাহান মন্ডল পাড়া থেকে ১৩০পুড়িয়া-১০গ্রাম হেরোইন সহ মাদক বাব্যসায়ী রাহেলা বেগম কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা।

গ্রেফতারকৃত মোছাঃ রাহেলা (৪০) উত্তর দৌলতদিয়া মন্ডল পাড়া ৫নং ওয়ার্ডের মোঃ মাইনুল মোল্লার স্ত্রী।

০৪মে মঙ্গলবার সকারল ৯টায় মোঃ শফিকুল ইসলাম, নিলাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি, নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালযয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাহেলা বেগম কে গ্রেফতার করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালান্দ থানায় একটি মামলা দায়র করা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: