শিরোনাম

South east bank ad

ট্রাকের নিচে চাপা পরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ট্রাকের নিচে চাপা পরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাসেল আহমেদ (ময়মনসিংহ):

ময়মনসিংহ নগরীতে বালুবাহী ট্রাকের নিচে চাপা পরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সুজন মিয়া (২৮), সে মৃত আবুল হোসেনের ছেলে ও সুমন মিয়া (১৩), সে সুরুজ আলীর ছেলে । তারা দুজনেই নগরীর দুলদুল ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা পল্লীর বাসিন্দা। দুজনেই ভাঙ্গারীর ব্যবসা করতেন বলে জানা গেছে।

রবিবার (১৮ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার এসআই আমিনুল ইসলাম। তিনি বলেন, বালুবাহী ট্রাক ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল অসাবধানতাবশত চালিয়ে যাওয়ার পথে হঠাৎ ট্রাকের নিচে এসে পড়ে। এতে ঘটনাস্থলেই সুজন মিয়া মারা যান। আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ট্রাক জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: