ময়মনসিংহে শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে স্কুল শিক্ষার্থী শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শফিকুল ইসলাম হলুদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো শফিকুল ইসলাম হলুদ উপজেলার উপজেলার ভাংনামারী ইউনিয়নের কুলিয়ারচর গ্রামের মো. আলী হোসেনের ছেলে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিভাগে শিক্ষকতা করেন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেফতাকৃত শফিকুল ইসলাম হলুদকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শুক্রবার পৌর শহরের সরকারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেন।তিনি বলেন, বলাৎকারের শিকার স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে শিক্ষককে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, শিক্ষক শফিকুল ইসলাম ওই ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন। এর সুবাধে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ত।
গত বছরের ২২ অক্টোবর বিকালে এক শিক্ষার্থী তার বাড়িতে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয় থেকে বহিস্কারের হুমকি দিয়ে শিক্ষার্থীকে জোড়পুর্বক বলাৎকার করার পর কাউকে বিষয়টি না বলার জন্য হুমকি দেয়। এর পর থেকে ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছে ওই শিক্ষক ।
সর্বশেষ গত ১ লা এপ্রিল আরও শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিস্কারের হুমকি দিয়ে বলাৎকার করে। এভাবে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকার করলে শিক্ষার্থীরা এক পর্যায়ে বাধ্য হয়ে তাদের অভিবাবকদের বিষয়টি খুলে বলেন। পরে ওই শিক্ষার্থীদের একজনের অভিবাবক গত ১৩ এপ্রিল শিক্ষককে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।