শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক সহ নিহত তিন

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুন্সীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক সহ নিহত তিন

কায়সার সামির (মুন্সীগঞ্জ) :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুলশীখালী এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন সিএনজি যাত্রী। রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রীজের ঢালে এদূর্ঘটনা ঘটে।

নিহত তিন জনের মধ্যে মধ্যে সিএনজি চালক উজ্জল (৩৫) কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের ফকিরচানের ছেলে, মামুন (৩৮) ঠাকুরগাঁও জেলার রানীশংকইল থানার পার্বতীপুর গ্রামের মেহের আলীর ছেলে বলে জানা গেছে। অপর নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

সিরাজদিখান থানা ডিউটি অফিসার উপ পরিদর্শক মীর শহিদুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা গামী যাত্রীবাহী সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায়। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। বাকি আহতরা সবাই মিটফোর্ড হাসপাতালে আছে। ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: