শিরোনাম

South east bank ad

গাইবান্ধায় ক্ষুদে কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

 প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

গাইবান্ধায় ক্ষুদে কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে গাইবান্ধার পৌর শহীদ মিনারে বুধবার শত ক্ষুদে মুজিব কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। এরপর শত ক্ষুদে মুজিবের অংশগ্রহণে শত পাউন্ডের কেক কাটা হয়। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

সকালে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আবদুল্যা হারুন বাবলু ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এরপর গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনারে শত ক্ষুদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশিত হয়। সেখানে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও পৌর মেয়র মতলুবর রহমান শিশুদের সাথে নিয়ে শত পাউন্ডের কেক কাটেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: