শিরোনাম

South east bank ad

ডিএসইর নতুন এমডি নুজহাত আনোয়ার

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ডিএসইর নতুন এমডি নুজহাত আনোয়ার

ঢাকার স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল তার নিয়োগের অনুমোদন করেছে।

আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের দশকেরও অভিজ্ঞতা রয়েছে। এ নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কাজ করেছেন। যেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

আইএফসিতে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কভিড-১৯ মহামারী ও পরবর্তী ক্রান্তিকালীন ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্বও পালন করেন।

এর আগে বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেছেন নুজহাত আনোয়ার। কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের বিভিন্ন উচ্চপদস্থ ব্যবস্থাপনা দায়িত্বে প্রায় ১৬ বছর কাজ করেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: