শিরোনাম

South east bank ad

পর্দা উঠলো প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

পর্দা উঠলো প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’


শুরু হলো চারদিন ব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৬ ডিসেম্বর। এদিন আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদওএসপিএনডিসিএএফডব্লিউসিপিএসসি, (এলপিআর)

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনপ্রাইম ব্যাংকের সিইও হাসান রশীদআর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলীপিবিজিএমএনডিসি (অবঃ); আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদসইউপি (বার), এনডিসিপিএসসিজি+, এমফিল (লপিআর); আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফূল ইসলামপিএসসিসদস্য সচিব লেকর্নেল সাইফুল ইসলামএএফডব্লিউসিপিএসসিজিপরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টসলেকর্নেল মোগোলাম মনজুর সিদ্দিকী (অব.); পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্টলেকর্নেল  কে এম সাইফুল বাহার (অব.) এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ  বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত ৫টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো  হলোরেগুলার ভ্যাটারানসিনিয়রলেডিস  জুনিয়র। টুর্নামেন্টে বিদেশী খেলোয়ারসহ আনুমানিক ৮৫০ জন গলফার অংশগ্রহণ করেন।

আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার রাত ২০.০০টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে  টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: