South east bank ad

চার মাস আগের অবস্থানে সূচক

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

চার মাস আগের অবস্থানে সূচক

দেশের পুঁজিবাজারে টানা ছয় কার্যদিবস ধরে সূচকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১ দশমিক ৩৭ শতাংশ কমেছে। এতে প্রায় চার মাস আগের অবস্থানে ফিরে গেছে পুঁজিবাজার। পাশাপাশি এক্সচেঞ্জটির সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট ঊর্ধ্বমুখী ছিল সূচক। তবে এরপর শেয়ার বিক্রির চাপে ধীরে ধীরে পয়েন্ট হারায় সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে ৪ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯৬৮ পয়েন্ট। এর আগে গত ২ জুলাই ৪ হাজার ৯০০ পয়েন্টের নিচে ছিল সূচক। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৯২৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৪১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৯ পয়েন্ট।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, রেনাটা পিএলসি ও ন্যাশনাল ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৪০২ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪১৯ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৩২৯টির আর দর অপরিবর্তিত ছিল ২৭টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ১০ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ৯ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৭ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ব্যাংক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৪ শতাংশ।

গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা এবং কাগজ ও মুদ্রণ খাতে। এছাড়া পাট খাতে ৫ দশমিক ২, তথ্যপ্রযুক্তি খাতে ৪, সিরামিক খাতে ৩ দশমিক ৫ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ৩ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ৩৫ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৮ হাজার ৫৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৩৫ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১০৯টির আর দর অপরিবর্তিত ছিল চারটির। গতকাল সিএসইতে ২২ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৩ কোটি ৩৩ লাখ টাকা।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: