মাশরাফী এমপির বাবা-মা’সহ পরিবারের চার সদস্য আক্রান্ত
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজার বাবা গোলাম মোর্তজা স্বপন, মা হামিদা বেগম বলাকা, মামী কামরুন নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
চারজনই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তেমন কোনো শারীরিক সমস্যা অনুভব করছেন না তারা। সতর্কতার জন্য নড়াইলে মাশরাফীদের বাড়ির প্রধান ফটকে দেওয়া হয়েছে লাল পতাকা।
এর আগে গত ২০ জুন মাশরাফীর করোনা পজিটিভ হন। ১৪ জুলাই তৃতীয়বার পরীক্ষায় নেগেটিভ হন তিনি।
এছাড়া টাইগার ক্রিকেটারের স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। ঘরে চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন তারা।