শিরোনাম

South east bank ad

জাপানেই থাকছে অলিম্পিক, পুনঃনিশ্চিত করেছে আইওসি

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

জাপানেই থাকছে অলিম্পিক, পুনঃনিশ্চিত করেছে আইওসি

জাপানে অলিম্পিক আয়োজনের বিষয়টি পুনঃনিশ্চিত করেছে বিশ্ব অলিম্পিক কমিটি (আইওসি)।

বুধবার বোর্ডসভা শেষে আইওসি সভাপতি টমাস বাখ সাংবাদিকদের বলেন, ‘সুস্থ-স্বাভাবিকভাবে টকিও ২০২০ অলিম্পিক ও প্যারাঅলিস্পিক আয়োজনে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস এবং প্যারাঅলিম্পিক শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে।’

দেশব্যাপী কোভিড-১৯ সংক্রমণের ফলে অলিম্পিক আয়োজন নিয়ে কিছুটা সন্দিহান হয়ে পড়েছিল জাপান কর্তৃপক্ষ।

সাম্প্রতিক জনমতে দেখা গিয়েছে, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ লোক চাচ্ছে না এই গ্রীষ্মে জাপানে অলিম্পিক আয়োজিত হোক। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অলিম্পিক গেমস স্থানান্তরের কথাও শুরু হয়েছিল। কিন্তু আইওসি সভাপতির এই বিবৃতির ফলে এখন সব গুঞ্জনেরই অবসান ঘটল।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: