র্যাব-৪ এর অভিযানে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ৮ ভুক্তভোগী উদ্ধার
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে কিছু সুযোগ সন্ধানী অসাধু প্রতারক চক্র প্রতারণার বিভিন্ন ফাঁদ যেমন চাকরি দেয়ার নামে নিত্য নতুন কৌশল ব্যবহার করে বিভিন্ন শ্রেণির সাধারণ জনগণের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা যার ফলশ্রুতিতে প্রতারণার মাত্রা বৃদ্ধি ও ভুক্তভোগীর আর্থিক ক্ষতির পাশাপাশি তৈরী হচ্ছে সামাজিক অস্থিরতা। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় ২৪/১১/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় "আল হামি সিকিউরিটি লিমিটেড " নামক একটি ভুয়া কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে আনুমানিক ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল ২৪/১১/২০২০ তারিখ ১৭.১০ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন ডগর মোড়া এলাকায় "আল হামি সিকিউরিটি লিমিটেড" নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্য-
১। নুসরাত জাহান সিনথিয়া (২১) জেলা- বরগুনা
২। মোঃ আমিরল ইসলাম (৪০), জেলা-ঝিনাইদহ
৩। মোঃ ফাহিম রহমান (২২), জেলা- জামালপুর
৪। মোঃ দুলাল মিয়া (২৮), জেলা- জামালপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ০১টি ল্যাপটপ, ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ৪০টি চাকুরীর ভর্তি ফরম, ১০টি চাকুরীর আবেদন ও ভর্তির ফরম, ৭টি যোগদান পত্র, ৩টি আবেদনপত্র, ৭টি অঙ্গীকারনামা, ৪টি চাকরিপ্রার্থীর জীবন বৃত্তান্ত ফরম, ৭টি রেজিস্টার খাতা, ১টি রিসিপশন স্টিকার, ১টি কোম্পানির স্টিকার,২টি টাকা জমার রশিদ, ৬টি মোবাইল সেট, ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা "আল হামি সিকিউরিটি কোম্পানি" নামে একটি ভুয়া অফিস খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের বেকার লোকদের থেকে ব্যাংক, অফিস, এটিএম বুথ, হাসপাতাল, এসি মার্কেট, চাইনিজ রেস্টুরেন্ট, শো-রুম, এ্যাপার্টমেন্ট হাউজ, গার্মেন্টস ইত্যাদি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড এর চাকরি দেয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়াও তারা অফিস সুপারভাইজার, সহ: সুপারভাইজার, শো-রুমের গার্ড, সাধারণ গার্ড, কেয়ারটেকার, স্পেশাল নিরাপত্তাকর্মী, রিক্রুটিং মেয়ে, পিয়ন ইত্যাদি বিভিন্ন পদে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে সহজ- সরল, অসহায়, বেকার , স্বল্প শিক্ষিত নারী - পুরুষ এবং চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে প্রতারিত করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন । অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


