ভুয়া সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের ০৪ সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-৪
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় ০৫/০৯/২০২০ তারিখ সন্ধ্যা ০৭:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে র্যাব -৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর মোল্লা সুপার মার্কেটস্থ ৩য় তলায় "নিউজ টিভি বাংলা" নামক অনলাইনভিত্তিক চ্যানেলের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-১। মোঃ দিদারুল ইসলাম(৩৫) ২। ওয়াসিম মন্ডল(৩০) ৩। মাহমুদা জেসমিন রিতা(২০) ৪। আছমা আক্তার রিতু(৩২) সর্বজেলা-ঢাকা। উক্ত ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠানের নিউজ টিভি বাংলা আইডি কার্ড-০৪টি, আইডি কার্ডের ফিতা-১০টি, কাগজের ষ্টিকার ছোট-৪০টি, প্লাষ্টিকের কটলেস-০৪টি, মাইক্রোফোন-০১টি, Canon এর 60D ক্যামেরা-০১টি, Panasonic HD ক্যামেরা-০১টি, TECH কোম্পানীর ওয়েব ক্যামেরা-০১টি, কালো রংয়ের বাটন ক্যামেরা-০১টি, Leno কোম্পানীর ল্যাপটপ-০১টি, SAMSUNG কোম্পানীর ৩২ ইঞ্চি মনিটর-০২টি, Toshiba কোম্পানীর ৩২ ইঞ্চি মনিটর-০১টি, HP কোম্পানীর ২২ ইঞ্চি মনিটর-০১টি, Philips কোম্পানীর ২০ ইঞ্চি মনিটর-০১টি, Gigasonic কোম্পানীর ২০ ইঞ্চি মনিটর-০১টি, DELL কোম্পানীর মাষ্টার পিসি-০১টি, Asus কোম্পানীর পিসি-০১টি, Asus কোম্পানীর পিসি যাহার গায়ে Eye See লেখা-০১টি, হালকা গোপালী রংয়ের কথিত ইয়াবা-০৭পিস, বিদেশী মদের বোতল-০১টি এবং নগদ টাকা ৯০,০০০/-টাকা উদ্ধার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রতারক চক্রটি অবৈধভাবে অনুমোদনহীন অনলাইনভিত্তিক ভুয়া চ্যানেল "নিউজ টিভি বাংলা" এর মাধ্যমে চাকুরির প্রলোভনের মাধ্যমে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার ও নিরীহ যুবক ভুক্তভোগীদের কাছ থেকে সবমিলিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


