প্রায় চার হাজার ইয়াবাসহ ডিলারকে আটক করেছে র্যাব-১২
চোর না শোনে ধর্মের কাহিনি। করোনা মহামারীতে যখন দেশ এক ক্রান্তিলগ্নে তখনো মাদকের কারবার দিব্যি চালাচ্ছে ওরা।
লকডাউনে যখন ভাটা পড়েছে দেশের সকল ব্যবসা বাণিজ্যে তখন ভাটা পড়েনি শুধু মাদকের ব্যবসায়ে। বরং এ সুযোগে তাদের ব্যবসা আরো জোরদার করার চেষ্টা চালাচ্ছে ওরা। এটাকে ওরা দেখছে একটা সুযোগ হিসেবে। ওদের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখন ব্যস্ত অন্য কাজে; সুতরাং তাদের ধরা পড়ার সম্ভাবনা কম।
তাদের এ ধারণাকে মিথ্যা প্রমাণ করলো র্যাব-১২। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন, ২০২০) বিকেলে নাটোরের লালপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল। আটক করা হয় এক বড় ইয়াবার ডিলারকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় চার হাজার পিস ইয়াবা।