শিরোনাম

South east bank ad

প্রায় ১৬ কোটি টাকার সাপের বিষসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৭

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

আজ মঙ্গলবার সকালে ফেনী জেলার সদর মডেল থানাধীন দক্ষিন কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২ পাউন্ড সাপের বিষসহ মোঃ ইকবাল হোসেন (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করে র‍্যাব-৭। এই সময় উক্ত সাপের বিষ অবৈধভাবে বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। উল্লেখ্য যে, উদ্ধারকৃত সাপের বিষ বিশেষভাবে প্রক্রিয়াজাত করে শুকিয়ে পাউডার হিসেবে বিশেষভাবে তৈরি বায়ুরুদ্ধ কাঁচের পাত্রে সংরক্ষিত আছে এবং কাঁচের পাত্রটি খোলার জন্য বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এর সাথে একটি ম্যানুয়ালও পাওয়া যায় যেখানে কাঁচের পাত্রটি রক্ষণাবেক্ষণের বিস্তারিত পদ্ধতি উল্লেখ আছে। snp-2006091142
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: