এনএসইউর গবেষণা প্রকল্পে ম্যাক্স গ্রুপের অর্থায়ন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ‘ফ্রন্টিয়ার্স ইন এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক গবেষণা উদ্যোগে অর্থায়ন করছে ম্যাক্স গ্রুপ। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এ সহায়তা প্রদান করছে। ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক সামিউল ইসলাম সম্প্রতি এনএসইউর অবকাঠামো উন্নয়ন সেমিনারে বাংলাদেশের টেকসই উন্নয়ন মহাপরিকল্পনায় ম্যাক্সের ভিশন তুলে ধরেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের প্রধান ড. নাদিম খন্দকারের কাছে প্রাথমিক অনুদানের চেক হস্তান্তর করেন।