শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে ৫৪ লাখ টাকার আফিম-ফেনসিডিলসহ আটক ১

 প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

চট্টগ্রামে ৫৪ লাখ টাকার আফিম-ফেনসিডিলসহ আটক ১

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের ভুজপুর থানার হেঁয়াকো এলাকা থেকে আফিম ও ফেনসিডিলসহ মো. জয়নাল (৩০) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে মাদক নিয়ে ভুজপুর থেকে চট্টগ্রামের দিকে আসছিল মাদক কারবারি জয়নাল। এ সময় সিএনজির ড্রাইভিং সিটের নীচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও একটি কালো পলিথিনের ভিতর থেকে ৫৩০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, জয়নাল দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে আফিম ও ফেনসিডিল সংগ্রহ করে তা চট্টগ্রাম জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার মাদক কারবারি ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করতেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: