স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছেন র্যাবের সদস্যরা।
মঙ্গলবার (৭ জুন) সকালে চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লামা উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের রুপসীপাড়ার বাসিন্দা মো. শাহ আলী (২৪) ও মো. আল আমিন (২২)।
র্যাব জানায়, ৪ জুন স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে র্যাব-১৫ এর নজরে আসে। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত দুজনকে চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আটক দুজনকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে র্যাব।’