চাকুর ভয় দেখিয়ে পথচারীদের টাকা-মোবাইল ছিনতাই, গ্রেফতার ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন মো বিপ্লব (৩৫) ও মো. আল-আমিন (২০)।
এরা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইলসহ বিভিন্ন দামি জিনিস ছিনিয়ে নিতেন বলে র্যাব জানায়।
সোমবার (৩০ মে) রাত ৯টায় শ্যামপুরের জুরাইন ও রাত ১০টায় কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাকু ও মোবাইল পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা র্যাবকে জানান, তারা শ্যামপুর ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানায় র্যাব-১০।