কেরানীগঞ্জে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত বুধবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বড়িশুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৯ , তারিখ-০২/০৫/২০২২ইং, ধারা-১৩৪/৩৮৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড (চাঞ্চল্যকর রুবেল হত্যা) মামলার প্রধান আসামীসহ পলাতক ৪ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ ইমন হাওলাদার (২৩), মোঃ রাজিব (২৩), মোঃ রকি (২২) ও মোঃ জীবন (২৩) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি স্টীলের রক্তমাখা ছোরা ও হত্যাকান্ডের সময় আসামীদের পরিহিত রক্তমাখা পোশাক জব্দ করা হয়।