ফেনীতে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিনগত গভীর রাতে ফেনী শহরের তুলাতলী রোডের দাউদপুল সুইমিং পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ফেনী সদর উপজেলার আফতাব বিবি গ্রামের আবদুল মালেকের ছেলে মো. ইসমাঈল (২২) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খাড়ইখালী মুন্সিরহাট গ্রামের মিজান শেখের ছেলে মো. রাব্বি গোলাম (১৮)। শনিবার তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার রাতে ফেনী শহরের দাউদপুল সুইমিংপুল এলাকায় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য সংগঠিত হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র্যাবকে দেখে দৌড়ে পালাতে গেলে মো. ইসমাঈল ও রাব্বিকে দুটি ফোল্ডিং চাকুসহ আটক করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর উপ-পরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, চাকুসহ আটকরা মূলত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা ওই এলাকায় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতেন। পরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন বলেন, র্যাবের হাতে আটক কিশোরদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।