টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
টাঙ্গাইলে ১০০৩টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে মহাবুল আলম। এ সময় তল্লাশি চালিয়ে ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং ১ হাজার টাকাও উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আটককৃত ব্যক্তি ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর এলাকাসহ বিভিন্ন উপজেলার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়েছে।