ইফতার পর্যন্ত বাঁচার আকুতি জানানো মোরশেদ হত্যায় গ্রেফতার ৫

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজারে আলোচিত মোরশেদ আলী হত্যা মামলার পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে টেকনাফ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর একইদিন সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।
গ্রেফতাররা হলেন- মোহাম্মদুল হক ওরফে মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক। তারা সবাই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, টেকনাফ থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আসামিরা- এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৭ এপ্রিল কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীতে এ ঘটনা ঘটে। মোরশেদ আলী একই এলাকার বাসিন্দা। ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে রাত আটটার দিকে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়।