র্যাবের হাতে মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ সহ আটক-২

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
র্যাব ১৩'র হাতে ৭৪ বোতল মাদক ফেন্সিগ্রিপ সহ ০২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে ।
র্যাব-১৩ সূত্রে জানাগেছে, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৪ নং শেখপুরা ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ড দিঘন গ্রামের দিঘন স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় কোতোয়ালি থানার মনজুরুল ইসলাম(৩৪) ও সাদেকুল ইসলামকে (১৯) ৭৪বোতল মাদক দ্রব্য ফেন্সিগ্রিপ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ পরিবহনে ব্যবহৃত আসামীদের ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছুদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিগ্রিপ সংগ্রহ করে স্থানীয়ভাবে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩'র ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক(মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।