শিরোনাম

South east bank ad

কুতুবদিয়ায় জাল নোট ও সরঞ্জামসহ চারজন গ্রেফতার

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

কুতুবদিয়ায় জাল নোট ও সরঞ্জামসহ চারজন গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় তৈরি করা হতো জাল টাকা। রমজান বা কোরবানির ঈদকে সামনে রেখে এসব জাল টাকা চট্টগ্রাম হয়ে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে দিতো প্রতারকরা। এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল সোমবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে র‌্যাবের ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মোস্তফা জামান।

এর আগে রোববার (২৭ মার্চ) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কুতুবদিয়া উপজেলার মো. ছাইফুদ্দনি আহাম্মদ ওরফে মিজান (২৫), মো. মিসবাহ উদ্দিন (৩২), মো. জিয়াউদ্দিন (২০) ও কৈয়ারবিল গ্রামের সাইফুল ইসলাম (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবসার বলেন, একটি চক্র কুতুবদিয়ায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে জালটাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছিল। সামনের রমজান ও কোরবানির ঈদকে টার্গেট করে তারা বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার বিকেলে কুতুবদিয়া উপজেলা পরিষদের সামনের একটি মার্কেটে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া নোট তৈরিতে ব্যবহৃত থিংকপ্যাড, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকা তৈরির বিষয়টি অকপটে স্বীকার করেন। গ্রেফতার সাইফুদ্দিন এ চক্রের হোতা।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: