২০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. খোকন মিয়া এবং কৃষ্ণ চন্দ্র।
রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, তিনটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় যাত্রাবাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ খোকন মিয়া এবং কৃষ্ণ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রবাড়ীসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।