বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০

আজ মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৮৪ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ স্বপন নন্দীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৫৩৫ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকায় পৃথক অভিযানে বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৫৪৪ পিস বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে এবং গতকাল সোমবার বিকালে এসব অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন হলেন স্বপন নন্দী, তারক সেন এবং বিশ্বজিৎ দেব ওরফে মতু।
এছাড়াও গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে র্যাব- ১০ এর একটি দল চকবাজারের চক সার্কুলার রোড মক্কা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৮৬০ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ তারক সেন ও বিশ্বজিৎ দেব ওরফে মতুকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বেশ কিছু দিন ধরে ঢাকাসহ এর আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।