র্যাব-১৪'র অভিযানে নকল স্বর্ণের বারসহ গ্রেফতার-১

এইচ এম জোবায়ের হোসাইন:
বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে অপরাধীরা বিভিন্ন অপরাধ করছে তার মধ্যে অবৈধ অস্ত্র ব্যবসা ও ব্যবহার অন্যতম। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় ও এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন ঢাকা বাইপাস মোড় এলাকায় র্যাবের অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিপন মিয়া (৩৫), পিতা-মোঃ মোকলেছুর রহমান, গ্রাম-বাড়ীরগাঁও, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিএনজি, ৩টি স্বর্ণ স্বদৃশ্য কথিত স্বর্ণের বার, যা পিতলের সর্ব মোট ওজন ৬১ গ্রাম, মূল্য অনুমান ১০০ টাকা, ২টি ছোট লিফলেট, ১টি ইলেকট্রিক ড্রিল মেশিন, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় সে নিজে তামার জিনিষ ইলেকট্রনিক ড্রিল মেশিন দ্বারা কেটে নিজে তৈরি করে মানুষের নিকট কম দামে স্বর্ণ বলে বিক্রি করে আসছে।