অনলাইনে প্রতারণারর দায়ে ২ জনকে আটক করেছে র্যাব-৪

এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিক এর নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন শপিং এর জনপ্রিয়তা এবং বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দুরত্বের বিষয়টি বিবেচনায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি অন্যান্য সকল কেনাকাটায় নির্ভরতার সুযোগে সাম্প্রতিককালে ফেইসবুকে অনলাইনে অভিনব কৌশল ব্যবহার ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারন জনগণের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর নব্য ডিজিটাল প্রতারক চক্র। অনলাইন ভিত্তিক এ সকল ডিজিটাল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা তৎপর।
র্যাব-৪, সিপিসি-১ এর অপারেশন টীম গত রাতে ( রাত ০১.৪৫ ঘটিকার সময়) ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়াস্থ ছাপাখানার মোড়, আনসার ক্যাম্প, ৫২ নং বাড়ীর ২য় তলার বাম পাশের ফ্ল্যাটের ভিতর অভিযান চালিয়ে অনলাইনে প্রতারণা করার দায়ে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবত ফেইসবুকে বিভিন্ন পোশাক সামগ্রী এবং বিভিন্ন মোবাইল বিক্রয়ের উদ্দেশ্যে পেইজ খুলে বড়দের এবং ছোটদের পোশাক সামগ্রী ও বিভিন্ন মোবাইলের বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন ক্রেতাদের আকৃষ্ট করে। পরবর্তীতে অনলাইন ক্রেতারা উক্ত পেইজে থাকা পোশাক সামগ্রী এবং বিভিন্ন মোবাইলের ছবি দেখে পেইজে থাকা মোবাইল নাম্বারে ফোন করে বড়দের ও ছোটদের বিভিন্ন পোশাক সামগ্রী এবং বিভিন্ন মোবাইলের চাহিদা করে। ধৃত আসামীরা উক্ত ক্রেতাদেরকে অনলাইনে পন্য হোম ডেলিভারি করার আশ্বস্ত করে এবং পণ্য পাঠানের পূর্বেই পন্যের মূল্য তাদের পেইজে দেওয়া বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে বলে। পরবর্তীতে চক্রটি টাকা পাওয়ার পর বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ক্রেতাদের ঠিকানায় চাহিদাকৃত পন্যটি না পাঠিয়ে বিপরীতে তারা বিভিন্ন পুরানো কাপরের টুকড়া এবং অনেক অপ্রয়জনীয় জিনিস পার্সেল করে পাঠিয়ে দেয়। এভাবে চক্রটি দীর্ঘদিন যাবত অনলাইনে স্বল্পমূল্যের পোশাক সামগ্রী এবং বিভিন্ন মোবাইলের বিজ্ঞাপন দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে তাদের নিকট হতে বিপুল পরিমান টাকা প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে।
র্যাব-৪ এর হাতে গ্রেফতারকৃত আসামীর নাম মোছাঃ লিজা (৩০) ও মোঃ আকাশ (২০) । র্যাব-৪ অভিযানকালে ১টি সিপিইউ, ১টি মনিটর, ৩টি কীবোর্ড, ২টি মাউস, ১সেট স্পিকার, ওয়াইফাই রাউটার, ১১টি মোবাইল ও নগদ ১১০০০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।