শিরোনাম

South east bank ad

৫৬ কেজি গাঁজাবোঝাই ট্রাকসহ ২জনকে আটক করেছে র‌্যাব-১০

 প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

৫৬ কেজি গাঁজাবোঝাই ট্রাকসহ ২জনকে আটক করেছে  র‌্যাব-১০

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাবোঝাই একটি ট্রাকসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটকরা হলেন- আব্দুল হালিম (৪১) ও শরিফ আহমেদ (৪০।

শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজার এই চালানসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দু’জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দু’টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৯শ টাকা জব্দ করা হয়।

আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: