র্যাবের অভিযানে ১৯ জুয়াড়ি গ্রেপ্তার

ঢাকার কদমতলী ও দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ২১টি মোবাইল ফোন ও সর্বমোট ১০ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দুলাল, মোহাম্মদ আলী, মো. ইব্রাহীম, মো. জনি, মো. ইমরান, মো. ইমন খান, মো. শামীম, মো. আরিফুল ইসলাম, মো. জাহাঙ্গীর, মো. মিজান ও মো. রানা, মো. সুমন সিকদার, মো. আবুল হাসান, মো. সোহেল দর্জি, মো. মনির হোসেন, মো. পাপ্পু হাওলাদার, মো. আল আমিন ও মো. সাইদুল জমাদার।
র্যাব-১০ এর একটি সূত্র জানায়, বুধবার দুপুর ১টা ২০ মিনিটে থেকে দেড়টার মধ্যে র্যাব-১০ এর একটি দল রাজধানী কদমতলীর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকায় ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা আহমদ নগর এলাকায় দুটি পৃথক অভিযান চালায়। এ সময় তারা জুয়ার আসর থেকে মোট ১১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
এছাড়া গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন ধরে একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।