শিরোনাম

South east bank ad

অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র‌্যাব

 প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র‌্যাব

করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া কর্মহীন, অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র‌্যাব। বুধবার রাজধানীর উত্তরায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এসব খাবার সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল কে এম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।

র‌্যাব জানায়, পবিত্র রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। সকালে রাজধানীর উত্তরার ৪নং সেক্টর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাহিনীটি বলছে, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব অপরাধ দমনের পাশাপাশি যেকোনো দুর্যোগ মুহূর্তে সাধারণের পাশে দাঁড়িয়েছে। করোনা (কোভিড-১৯) মহামারির কারণে অসহায় ও দুস্থ মানুষের খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য হওয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব। চলমান করোনা মহামারীতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের পাশে দাঁড়িয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: