শিরোনাম

South east bank ad

দোহারে সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা করলো র‌্যাব-১১

 প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

দোহারে সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা করলো র‌্যাব-১১

ঢাকার দোহারে বিএসটিআই’র অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১১।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়পাড়া বৌ বাজার এলাকার একটি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরি করা হচ্ছিল সেমাই। বিভিন্ন মাধ্যমে খবর জানতে পেরে মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ভেজাল সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫০ ধারায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি।

সেমাই কারখানাটির মালামাল জব্দ করে নষ্ট করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রশাসনের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: