শিরোনাম

South east bank ad

শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মো. ডালিম (৩৮) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। এ সময় একটি বাইসাইকেল ও নগদ ২১০০ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে এ অভিযান চালায় র‌্যাব।

মো. ডালিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানতে পারে শিবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন।

খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের ৩ নম্বর দাইপুকুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লস্করপুর (বাটা মোড়) গ্রামের জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে ডালিমকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: